রাজ্যে দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার গঠনের পর প্রথম বারের মতো উত্তর জেলার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসলেন অর্থ মন্ত্রী প্রানজীৎ সিংহ রায় ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাথে ছিলেন পরিবহন দপ্তরের অধিকর্তা,বিক্রয়কর দপ্তরের অধিকর্তা,খাদ্য দপ্তরের অধিকর্তা, উত্তর জেলার জেলা শাসক সহ অনান্য আধিকারিক গন। এদিন সকাল সাড়ে দশটায় প্রথমে চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী। তারপর আসেন পরিবহন দপ্তরের মন্ত্রী। তাঁরা সরেজমিনে চেকপোস্ট পরিদর্শন করেন। তারপর অর্থমন্ত্রী বিক্রয়কর দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। দৈনিক ও মাসিক রেভিনিউ সরজমিনে খতিয়ে দেখেন। তাছাড়া চুরাইবাড়ি চেকপোস্ট থেকে আগামী দিনে আরো রেভিনিউ বৃদ্ধি করা যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।



