Thursday, November 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগণবণ্টন ব্যবস্থা নিয়ে জেলাশাসকের কনফারেন্স হলে রিভিউ মিটিং করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

গণবণ্টন ব্যবস্থা নিয়ে জেলাশাসকের কনফারেন্স হলে রিভিউ মিটিং করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

বুধবার অর্থাৎ তিন মে জেলার গণ বন্টন ব্যবস্থার পর্যালোচনা করতে ধর্মনগরে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উনার সাথে সচিব, ডাইরেক্টর, বিভিন্ন মহকুমার এস ডি এমরা এবং খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা রিভিউ মিটিংয়ে মিলিত হন। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরীর উত্তর জেলায় গণ বন্টন ব্যবস্থা নিয়ে প্রথম রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। তিনি জানান উত্তর জেলায় ভালোভাবেই গণ বন্টন ব্যবস্থা কাজ চলছে। কোথায় কি এবং কতটুকু স্টক রয়েছে তা খাদ্য দপ্তরের কর্মীরা তুলে ধরেন। বিশেষ করে বর্ষার সময় কোন ধরনের সমস্যা হবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আই সি ডি এস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কোনভাবেই যাতে আই সি ডি এস এ সাপ্লাই এর ব্যাঘাত না হয় তার উপরে আলোচনায় জোর দেওয়া হয়। যেভাবে বিগত দিনে গণবন্টন ব্যবস্থা জলস্তরে ভালোভাবে কাজের ফলে রাজ্য এগিয়ে গেছে তা অব্যাহত রাখার দিকে তিনি গুরুত্ব আরোপ করেন। গণ বন্টন ব্যবস্থায় রাজ্য দেশের মধ্যে বেশ এগিয়ে রয়েছে তাও পথ রাখতে সকলের প্রতি আহ্বান রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য