Thursday, November 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা রাজ্যের দিকে দিকে অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের আটক অব্যাহত

ত্রিপুরা রাজ্যের দিকে দিকে অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের আটক অব্যাহত

ভারত বাংলার আন্তর্জাতিক সীমান্ত সম্পর্কিত নিরাপত্তা ব্যাবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে প্রায় প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের দিকে দিকে অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের আটক অব্যাহত। সোমবার আরও একবার তেলিয়ামুড়ার রেল স্টেশন চত্বর থেকে বি.এস.এফ ইন্টেলিজেন্সের হাতে ৭ বাংলাদেশী আটক হওয়ার ঘটনা সামনে আসে, আটক কৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন শিশু সহ একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে।ঘটনার বিবরণ দিতে গিয়ে জি.আর.পি’ র ডি.এস.পি সৌমেন সরকার দাবি করেছেন সোমবার বিশেষ খবরের ভিত্তিতে বি.এস.এফ ইন্টেলিজেন্সের তরফ থেকে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন চত্বরে ডিউটি করার সময় সন্দেহভাজন কয়েকজন’কে জিজ্ঞাসাবাদ করলে পরে তারা জানায় তাদের বাড়ি বাংলাদেশ, তারা আরো জানায় কোন এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তেলিয়ামুড়া হয়ে ট্রেন যোগে তাদের বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল। বর্তমানে আটককৃতদের জি.আর.পি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন পরপর এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশী কিংবা রোহিঙ্গা আটক হওয়ার খবর নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। দিকে দিকে প্রশ্ন উঠছে সীমান্তে রয়েছে কাঁটা তারের বেড়া, এছাড়াও সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয়ের দাবি বারবার করা হলেও কিভাবে এই নিরাপত্তার জাল ছিন্ন করে অবৈধ উপায়ে ভিনদেশীরা এ দেশে প্রবেশ করছেন? সাম্প্রতিক বিভিন্ন ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো প্রতিনিয়ত তীব্রতা পাচ্ছে। এর পেছনে কি রহস্য রয়েছে? এগুলা উদঘাটনের দাবি উঠছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য