আবারো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ! সেই সঙ্গে আটক করে দুই মদ বিক্রেতা’কে। ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল এলাকায়।
সংবাদে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে যে খাসিয়ামঙ্গল এলাকায় একটি দোকানে অবৈধ বিলিতি মদ মজুদ করা হয়েছে। এই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ খাসিয়ামঙ্গল এলাকায় অভিযান চালিয়ে থানার পুলিশ ১৪০ বোতল অবৈধ বিলিতি মদ উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার নয়ন কুমার রায়, প্রীতম দেবনাথ নামের দুই মদ বিক্রেতাকে’ও পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। আটকৃত অবৈধ বিলিতি মদগুলির বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হতে পারে বলে জানায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন আগামী দিনে এ ধরনের অভিযান তেলিয়ামুড়া থানার পুলিশের জারি থাকবে।।



