একাধিক বাস গাড়ি’তে চুরি! গাড়ির ব্যাটারি সহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোর। এই ঘটনায় রাত্রিকালী পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা, তেলিয়ামুড়া নেতাজিনগর মোটর স্ট্যান্ডে গতকাল রাতের অন্ধকারে। রবিবার এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় দায়ের চুরির অভিযোগ। এই অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। অন্যদিকে, এলাকায় একের পর এক চুরি কাণ্ডের ঘটনায় অতিষ্ঠ হয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
সংবাদে প্রকাশ, গতকাল রাতের অন্ধকারে চুরের দল নেতাজিনগর মোটর স্ট্যান্ডে থাকা একাধিক বাস গাড়ির ব্যাটারি, গিয়ার বক্স সহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে রবিবার দিন গাড়ির চালকরা মোটর স্ট্যান্ডে এসে এই ঘটনা প্রত্যক্ষ করতে পারে এবং এ ব্যাপারে গাড়ির চালকরা তেলিয়ামুড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করে। এই চুরির অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, এই নেতাজি নগর মোটর স্ট্যান্ডে রাত্রি কালীন পুলিশি প্রহরার ব্যবস্থা রয়েছে। কিন্তু এই পুলিশি প্রহরার ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল রাতের অন্ধকারে চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করছে, এ নিয়ে উঠছে নানাহ প্রশ্ন। কারণ, পূর্বেও বহুবার এই মোটর স্ট্যান্ডে চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে এক গাড়ির চালক জানান,,, নেতাজিনগর মোটর স্ট্যান্ডে প্রতিনিয়ত চুরি কান্ডের ঘটনা সংঘটিত হয়ে আসছে। কিন্তু রাত্রিকালী পুলিশি নিরাপত্তা ব্যবস্থা তেমন কঠোর নয় বলে জানান ওই গাড়ির চালক। আগামী দিন যাতে রাত্রিকালীন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয় এমনটাই দাবি রাখেন গাড়ির চালকরা। অন্যদিকে, এই চুরি কান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার বিকেল নাগাদ স্থানীয়রা বিশাল মাদ্রাজি নামের এক যুবককে চোর সন্দেহে সংশ্লিষ্ট এলাকা থেকে আটক করে উত্তম মধ্যম দেয়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকার লোকজন ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবককে বর্তমানে তেলিয়ামুড়া থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।।



