Sunday, September 8, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদদীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত রঙ্গীয়াটিলা' এলাকার সাধারণ...

দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত রঙ্গীয়াটিলা’ এলাকার সাধারণ মানুষরা জীবন জীবিকার প্রশ্নে একপ্রকার দিশাহীন ভাবেই রয়েছে,

নির্বাচন ঘনিয়ে এলে গাড়ি করে বিভিন্ন রাজনৈতিক দলের ছোট-বড় মাঝারি প্রকারের নেতারা আমাদের অনেক খোঁজ নেন, আমাদের পানীয় জলের সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্ত সমস্যা গুলোর জন্য মায়া কান্না কেঁদে থাকেন, আমাদের ভাঙ্গা ঘরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় আসলেই আমাদের বাসস্থানের ব্যাবস্থা করে দেওয়া হবে। কিন্তু ভোট পর্ব সাঙ্গ হতেই অনুবিক্ষণ যন্ত্র দিয়ে আর কোন নেতাকেই এলাকামুখি হতে দেখা যায় না, আমাদের মতো সাধারণ জনজাতিরা কিভাবে থাকছি খেতে পারছি কি পারছিনা এলাকার মধ্যে কি কি সমস্যা রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভোটের পরে আর কেউ নাক গলান না নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতার নিরিখে এভাবেই প্রশাসক থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের অত্যন্ত সহজ সরল ভাষায় সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে অভিমত ব্যাক্ত করেন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত রঙ্গীয়াটিলা’র এক দিনমজুর ওয়াথ্রাই দেববর্মা।
দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষরা জীবন জীবিকার প্রশ্নে একপ্রকার দিশাহীন ভাবেই রয়েছে, বিশেষ করে গোটা এলাকাতে আর্থসামাজিক সমস্যার সম্পর্কিত সমস্যা যেমন রয়েছে পাশাপাশি পানীয় জল বাসস্থান থেকে শুরু করে রাস্তাঘাটের রয়েছে বিস্তার সমস্যা। এই সমস্ত বিষয়গুলোর সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট প্রতিবেদক চড়াই উৎরাই পেরিয়ে রঙ্গীয়াটিলায় গিয়ে উপস্থিত হলে দেখা হয় বছর ত্রিশের দিনমজুর ওয়াথ্রাই-এর সঙ্গে। সহজ সরল ভাষায় নিজেদের সমস্যাগুলো ব্যাখ্যা করতে গিয়ে উপরের কথাগুলো যেমন বলছিলেন ঠিক তেমনি আক্ষেপের সুরে বারবার বলতে চাইছিলেন আমাদের মতো সাধারণ জনজাতিদের নিয়ে অনেক রাজনীতি হয়, রাজনীতির ময়দানে বারবার আমাদেরকে মহড়া বানানো হয়, ভোট আসলে আমাদের অনেক কদর বাড়ে আবার ভোট ফুরিয়ে গেলে কেউ আমাদের পাত্তাই দিতে চায় না। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র হওয়ায় মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সহস্য বদনে স্পষ্ট বক্তা ওয়াথ্রাই-এর জবাব, আগেও অনেকেই নির্বাচিত হয়েছেন অনেকেই এসেছেন কেউ কিছু করেনি, একই রকম ভাবে, বর্তমান জনপ্রতিনিধি তথা মন্ত্রীও এলাকা বিমুখ বলেই সংশ্লিষ্ট ব্যাক্তির দাবি। গোটা এলাকাটি ঘুরে একটা বিষয় স্পষ্ট,, রাজ্য সরকার যতই দাবি করুক সবার জন্য আবাস যোজনা প্রকল্পের ঘর বরাদ্দ করা হয়েছে, যতই দাবি করুক রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নে বদ্ধপরিকর। তবে রঙ্গিয়াটিলা এলাকার বাস্তব চিত্র কিন্তু অন্য কিছু ইঙ্গিত বহন করছে। এদিকে সহজ সরল গিরিবাসীদের এখন একটাই দাবি, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের যেন কৃপা দৃষ্টি বর্ষিত হয় তাদের উপর।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য