Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদঅঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু খাদ্য লোপাটের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে তালা বন্দি করে...

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু খাদ্য লোপাটের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে তালা বন্দি করে রাখল খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের এলাকাবাশী

রাজ্য সরকার বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত শিক্ষার মান উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে । বিশেষ করে দেখা গেছে প্রাক-প্রাথমিক শিক্ষাকে মান্যতা দিতে সরকার জোরদার ভাবে রাজ্যের অঙ্গনওয়াড়ির শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে যেখানে রাত দিন এক করে কাজ করছে সেখানে একাংশ অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনারী কেন্দ্রের শিশু খাদ্যের উপর থাবা বসাচ্ছে এবং অঙ্গনওয়ারি সেন্টার গুলিতে চরম গাফিলতিও লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে প্রতিনিয়তই বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গুলির উপর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তেমনিভাবে সোমবার সকাল ৯ টা নাগাদ খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিধু কানু পল্লী অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি সুধা দেবীকে অঙ্গনারী সেন্টারে তালা বন্দী করে রাখেন এলাকাবাসীরা। কি কারনে দিদিমণিকে তালা বন্দি করে রাখলেন জানতে চাইলে ঘটনার বিবরণ দিয়ে এলাকাবাসী জানান খোয়াই ধলাবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিধু কান পল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণী সুধা দিবি বিগত অনেকদিন ধরে সময়মতো স্কুলে আসেন না সকাল সাতটায় আসলে উনাকে পাওয়া যায় না এমনকি সকাল ৯ টা তে গেলেও সেই স্কুলে দিদিমনিকে পাওয়া যায় না ঠিক যেন পাখির মত কখন আসে কখন যায় কেউ টের পায় না এ নিয়ে তো ক্ষোভ বিরাজ করছিল বিগত ছয় সাত মাস ধরে ইতিমধ্যে এক অভিভাবকের ১১ মাসের শিশুর নাম অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে কেটে ফেলা হয় এ নিয়ে শিশুটির পিতার সাথে অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি সুধা দেবীর সাথে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয় শেষে বাধ্য হয়ে দিদিমণী সুধা দেবী শিশুর পিতা কে বলে চাল ডাল দিয়ে দেবে আজ। শিশুর পিতা জানতে চাইলে দিদিমণি সুধা দেবী স্বীকার করেন উনার কথায় শিশুটির নাম কেটে দেওয়া হয়েছে। এই ঝগড়াকে কেন্দ্র করে দিদিমণির সাথে সাথে চাল ডাল দিয়ে দেন কিন্তু শিশুর পিতার প্রশ্ন উনি স্কুলের খাতা দেখবেন কিন্তু দিদিমণ শুধা দেবীর প্রশ্ন বাইরের কেউ স্কুলের খাতা দেখতে পারবে না একমাত্র সিডিপিও অফিসই ছাত্র-ছাত্রীদের উপস্থিত হবার খাতাটি দেখতে পারবেন। শিশুটির পিতার বক্তব্য যদি দিদিমণি স্কুলের ১০ জন ছাত্রের উপস্থিতির জায়গায় কুড়িজন উপস্থিত দেখাচ্ছেন সেটাতো অফিস দেখবে না একমাত্র দেখবে এলাকাবাসী বা অভিভাবকরা। শুধু তাই নয় এলাকাবাসী এ অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণ সুধা দিবি সময়মতো শিশুদের টিফিন দেন না। অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য চিড়া, ছোলা, সুজি সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য এসে থাকে কিন্তু দীর্ঘ সাত-আট মাস ধরে ঐ পুষ্টিকর খাবার গুলি স্কুলের শিশুদের খাওয়ানো হয় না কারণ সেই শিশু খাদ্যগুলির উপর দিদিমণি হাত সাফাই করছেন। অভিযোগ মূলের এলাকাবাসী এও বলেন অঙ্গনাওয়ারী কেন্দ্রর দিদিমণি জয়েন করেছেন প্রায় ২ বছর উনি আসার পর থেকেই এই ধরনের কালচার শুরু হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে সুধা দেবীর কারণে। এলাকাবাসীর দাবি সুধা দেবী কে অতিসত্বর এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে অন্য জায়গায় বদলি করে দেওয়ার জন্য এবং সিডিপিও বিষয়টিকে খতিয়ে দেখার জন্য আজকে জানান। যদি দিদিমণি সুদা দেবী সঠিকভাবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র কাজ করতে পারেন তাহলে থাকবে অন্যথায় উনাকে বদলি করার জন্য আবেদন রাখেন সিডিপি ওর কাছে তাই ওনাকে তালা বন্দি করে রাখা হয়েছে। শেষে এক আধিকারিক গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে এই আশ্বাসের পড় এলাকাবাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি সুধা দিবি কে ঘেরাও মুক্ত করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য