গোপন খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানাধীন করকরি এলাকার জীবন রুদ্রপালে’র পুত্র প্রাণেশ রুদ্রপাল নামের এক ব্যাক্তির বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ১০.১০ গ্ৰাম ড্রাগস সহ নগদ ৩,৮৩০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। সঙ্গে আটক করা হয় দুইটি মোবাইল ফোন। তবে ড্রাগস বিক্রেতা প্রাণেশ রুদ্রপাল’কে পাকড়াও করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। অন্যদিকে তেলিয়ামুড়া জহওর কলোনী কালীবাড়ি এলাকা থেকে এক ড্রাগস বিক্রেতা ও এক ড্রাগস সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় জনগণ পুলিশের হাতে তুলে দিলো শুক্রবার দুপুরে। জানা গেছে,, জহওর কলোনী এলাকার সুমন দেবনাথ নামের এক যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় ড্রাগস বিক্রি করে আসছিল, এলাকাবাসীদের পক্ষ থেকে তাকে কয়েক তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অবশেষে শুক্রবার এক ড্রাগস সেবনকারী তথা তুইসিন্দ্রাই এলাকার গোপাল সরকার নামের এক যুবক অর্থাৎ জনগণ ড্রাগস বিক্রেতা ও সেবনকারীকে হাতেনাতে পাকড়াও করে রামধোলাই দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে আসে, পুলিশ জানিয়েছেন আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।