প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের দাবরানি খেয়ে অবশেষে পুলিশ সক্রিয় হয়ে উঠলো। বৃহস্পতিবার গভীর রাতে কুমারঘাট থানার পুলিশ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার সামনে নাকা চেকিং এ বসে। গভীর রাতে ধর্মনগরের দিক থেকে টি আর ০১ এ ভি ১৬৩০ নম্বরের একটি ছয় চাকার লরি আসতেই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের মোট ১২ টি গরু আটক করে তার সাথে গাড়ির চালক নাজমুল হক কে পুলিশ জিজ্ঞাসা করলে শেষ স্বীকার করে সোনামুড়া সীমান্ত দিয়ে গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আরো জানা গেছে বার্মা থেকে দামছড়া হয়ে মজফফর নগর পাচারের উদ্দেশ্যে গরু মজুদ করা হয় বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গরুগুলি বাংলাদেশের পাচার করা হয় তবে গরু পাচারকারীদের জন্য জম্পুই শিমলুং এলাকার রাস্তা করিডোর হিসাবে ব্যবহার করছে।পুলিশ গরু বুঝাই লড়িসহ চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির চালক নাজমুল হক এর বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।