বৃহস্পতিবার সকাল অনুমানিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খোয়াই বিপিসি পাড়া এলাকায় খোয়াই মহকুমা কৃষি আধিকারিক এর উপর অজ্ঞাত পরিচিত কিছু দুষ্কৃতী কারি প্রাণঘাতী হামলা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই মহকুমা কৃষি আধিকারিক বিপ্রজিত বড়ুয়া 45 আজ থেকে প্রায় এক বছর আগে খোয়াই মহকুমা কৃষি আধিকারিকের দায়িত্বে খোয়াই মহকুমায় চলে আসেন। এলাকায় এবং অফিসে উনার যথেষ্ট সুনাম রয়েছে সৎ নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে। চাকরি সূত্রে উনি খোয়াই বিপিসিপাড়ায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকাল অনুমানিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিছু অজ্ঞাত দুষ্কৃতি কারি উনার ভাড়া বাড়িতে এসে প্রাণঘাতী হামলা চালায় এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। শেষে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে এবং ভাড়াবাড়ির মালিক সহ উনাকে খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করে এবং উনার মাথার আঘাত গুরুতর হবার কারণে খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালের রেফার করে দেওয়া হয়। তবে দিন দুপুরে এই ধরনের ঘটনায় খোয়াই মহকুমা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।