Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতি তাণ্ডব, প্রশ্ন পুলিশি নিরাপত্তা নিয়ে

কল্যাণপুরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতি তাণ্ডব, প্রশ্ন পুলিশি নিরাপত্তা নিয়ে

কল্যাণপুর থানাধিন খোয়াই তেলিয়ামুড়া সড়ক লাগুয়া অমর কলোনী এলাকার পূর্ব কল্যাণপুর উপস্বাস্থ্য কেন্দ্রে রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের হানা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্ত করছে কল্যাণপুর থানার পুলিশ। এদিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরে কর্মরত সি এইচ ও শিল্পী সরকার দাবি করেছেন আজ সাব সেন্টারে আসার আগেই সাব সেন্টারে কর্মরত জনৈকা হেলপারের মুখ থেকে তিনি জানতে পেরেছেন হাসপাতালে মধ্যে হয়তো বা চুরের দলের হানা সংগঠিত হয়েছে।এরপর তিনি তড়িঘড়ি সাব সেন্টারে এসে দেখতে পান জানালার রড ভাঙ্গা এবং তিনি তখন অনুধাবন করতে পারেন নিশ্চিত ভাবে এই সাব সেন্টারের মধ্যে চুরের দল অথবা দুষ্কৃতিকারীদের তাণ্ডব সংঘটিত হয়েছে। সাথে সাথে তিনি দপ্তরের কর্তাদের অবগত করার পাশাপাশি সাধারণ মানুষকেও বিষয়টা জানালে মুহূর্তের মধ্যেই সাধারণ লোকজনরা ভিড় জমান এই সাব সেন্টারে। শিল্পী সরকার দাবি করেন সাব সেন্টারের জানালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ভেতরে প্রবেশ করে ভেতরে রাখা ট্যাব সহ চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নষ্ট করে, বিভিন্ন নথিপত্রও এলোমেলো করে দেয়। গোটা ঘটনার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এলাকা জুড়ে গুঞ্জন এই সাব সেন্টারে কি উদ্দেশ্যে দুষ্কৃতীদের হানা পরল ! যদিও আপাতত এই ঘটনায় যুগপদ বিস্ময় এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে, পাশাপাশি ব্যাপক প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা বলয় নিয়েও। কিছুদিন বাদে বাদে কল্যাণপুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা অথবা চুরির ঘটনা সংঘটিত করার প্রয়াস নিশ্চিতভাবে অত্যন্ত চিন্তার বিষয়। যদিও ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ আধিকারিক দাবি করেছেন ঘটনার উপযুক্ত তদন্তক্রমে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের প্রচেষ্টা জারি রয়েছে। কল্যাণপুর থানাধিন খোয়াই তেলিয়ামুড়া সড়ক লাগুয়া অমর কলোনী এলাকার পূর্ব কল্যাণপুর উপস্বাস্থ্য কেন্দ্রে রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের হানা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্ত করছে কল্যাণপুর থানার পুলিশ। এদিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরে কর্মরত সি এইচ ও শিল্পী সরকার দাবি করেছেন আজ সাব সেন্টারে আসার আগেই সাব সেন্টারে কর্মরত জনৈকা হেলপারের মুখ থেকে তিনি জানতে পেরেছেন হাসপাতালে মধ্যে হয়তো বা চুরের দলের হানা সংগঠিত হয়েছে।এরপর তিনি তড়িঘড়ি সাব সেন্টারে এসে দেখতে পান জানালার রড ভাঙ্গা এবং তিনি তখন অনুধাবন করতে পারেন নিশ্চিত ভাবে এই সাব সেন্টারের মধ্যে চুরের দল অথবা দুষ্কৃতিকারীদের তাণ্ডব সংঘটিত হয়েছে। সাথে সাথে তিনি দপ্তরের কর্তাদের অবগত করার পাশাপাশি সাধারণ মানুষকেও বিষয়টা জানালে মুহূর্তের মধ্যেই সাধারণ লোকজনরা ভিড় জমান এই সাব সেন্টারে। শিল্পী সরকার দাবি করেন সাব সেন্টারের জানালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ভেতরে প্রবেশ করে ভেতরে রাখা ট্যাব সহ চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নষ্ট করে, বিভিন্ন নথিপত্রও এলোমেলো করে দেয়। গোটা ঘটনার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এলাকা জুড়ে গুঞ্জন এই সাব সেন্টারে কি উদ্দেশ্যে দুষ্কৃতীদের হানা পরল ! যদিও আপাতত এই ঘটনায় যুগপদ বিস্ময় এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে, পাশাপাশি ব্যাপক প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা বলয় নিয়েও। কিছুদিন বাদে বাদে কল্যাণপুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা অথবা চুরির ঘটনা সংঘটিত করার প্রয়াস নিশ্চিতভাবে অত্যন্ত চিন্তার বিষয়। যদিও ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ আধিকারিক দাবি করেছেন ঘটনার উপযুক্ত তদন্তক্রমে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের প্রচেষ্টা জারি রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য