সংস্কৃতির শহর হিসেবে পরিচিত রয়েছে খোয়াই এই খোয়াই শহরকে আধুনিক ও উন্নত মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে এসেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় অতি দ্রুত খোয়াই শহরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে। এই তথ্য জানান খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তিনজনের এক প্রতিনিধি দল সহ রাজ্যের আরবান ডেভেলপমেন্টের আরো ১২ জনকে নিয়ে মোট ১৫ জনের একটি প্রতিনিধি দল বুধবার ২২শে মার্চ দুপুরে খোয়াই শহরের বিভিন্ন প্রস্তাবিত জায়গা গুলি সরজমিনে পরিদর্শন করেন। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মার নেতৃত্বে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক এর প্রতিনিধি দল ঘুরে ঘুরে সমস্ত জায়গা গুলি পরিদর্শন করেন এবং সমস্ত জায়গার তথ্য কাগজ কলমে বুঝে নেন প্রতিনিধি দলের সদস্যরা । খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান সহ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন সংবাদমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরাও। ১০০ কোটি টাকার পরিকল্পনা রয়েছে খোয়াই শহরকে সাজিয়ে তোলার ব্যাপারে। এর মধ্যে প্রথম দফায় ৩০ কোটি ৬০ লক্ষ টাকার কাজ শুরু হবে। কাজ হবে তিনটি বিষয়ের উপর পানীয় জলের সমস্যার সমাধান, শহরের জল নিষ্কাশনের জন্য ড্রেন সমস্যার সমাধান, পাশাপাশি রয়েছে উন্নতমানের রাস্তা তৈরি করা ও শহরকে সৌন্দর্যায়ন করে তোলা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তিন প্রতিনিধিরা হলেন পানীয় জল এক্সপার্ট গোবিন্দ সিং রাঠোর, পরিবেশ বিষয়ক মনীষা তেলাং এবং আত্মসমাজিক উন্নয়ন সংক্রান্ত ব্যাপার কালিশংকর ঘোষ। প্রথম দফায় রাস্তা সংস্কার হবে ১.৫ কিলোমিটার কভার ড্রেন হবে ১.৭ কিলোমিটার। পাশাপাশি দুটি ডিপ টিউবওয়েল হবে। হোয়াই শহরের নৃপেন চক্রবর্তী এভিনিউ ও বিবেকানন্দ চৌমুহনী সৌন্দর্যায়ন করা হবে। ২০০৬ সালে খোয়াই শহরে স্থাপিত হওয়া ১০ লক্ষ গ্যলন সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি ও প্রতিনিধির দলের সদস্যরা পরিদর্শন করেন। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা আরো জানান শহরের দ্বিতীয় দফায় কাজ হবে সুভাষ পার্ক বাজারের মাছ ও সবজি বাজার কে আরো উন্নতমানের করে গড়ে তোলা হবে। পাশাপাশি শহরের প্রাচীন মন্দির হরিমন্দির কে আরো আধুনিক করে গরে তোলা হবে। এছাড়া তবলা চৌহমুনীতে বয়স্ক এবং শিশুদের জন্য আধুনিক একটি পার্ক তৈরি করা হবে।