পুনরায় তেলিয়ামুড়ার বিধায়িকা হিসেবে কল্যাণী সাহা রায় নির্বাচিত হওয়ায় তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহে। উল্লেখ্য থাকে,, ২০২৩ বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে কল্যাণী সাহা রায় পুনরায় বিধায়িকা হিসাবে নির্বাচিত হওয়ায় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার পৌরপিতা রূপক সরকার, সহ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণপদ দাস, সম্পাদক মধুসূদন রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।