মাদ্রাসা রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কওমী মাদ্রাসা বোর্ড গত ১২ ই মার্চ ১৮ তম রাজ্যভিত্তিক কোরান প্রতিযোগিতা আয়োজন করে সোনামুড়া-স্থিত রাঙ্গামাটিয়া মাদ্রাসা৷ প্রতিযোগিতায় চারটি বিভাগে ১২ টি পুরস্কারের ব্যবস্থা করেছিল আয়োজকরা৷রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৯ টি মাদ্রাসার মোট ৮০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ বিভাগগুলি ভাগ করা হয়েছিল কোরান শরীফের ৩০ পারা মুখস্ত পাঠ করা, ১০ পারা মুখস্ত পাঠ করা, ৫ পারা মুখস্ত পাঠ করাএবং আমপারা পাঠ করা৷ বক্সনগর-স্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম বক্সনগর মাদ্রাসার মোট ৭জন প্রতিযোগী ৪টি বিভাগে অংশগ্রহণ করে৷ ১২টি পুরস্কারের মধ্যে উল্লেখিত মাদ্রাসার প্রতিযোগীরা সফলতার সাথে ৫টি পুরস্কার অর্জন করে নেয়৷ ত্রিপুরা রাজ্যে একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছেএই মাদ্রাসার ছাত্ররা৷আয়োজকরা জানিয়েছেন পূর্বে আরো ১৭ বার রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতা করানো হয়েছিল৷ঐ সকল প্রতিযোগিতা গুলিতে একক কোন মাদ্রাসা এতটা আধিপত্য দেখাতে পারেনি৷ বক্সনগর মাদ্রাসার ছাত্র হাফিজ সাজিদ ইসলাম ১০ পারা মুখস্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে৷ছাত্র আজমির হোসেন আমপারা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এই প্রতিযোগিতায় ছাত্র ইমরান হোসেন তৃতীয় স্থান অধিকার করেছে৷ছাত্র হাফিজ জুবায়ের হোসেন ৩০ পারা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এবং ছাত্র আরিফ ইসলাম ৫পারা প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকার করেছে৷ অদ্য ১৭ মার্চ জুম্মার নামাজের পূর্বে মাদ্রাসা-স্থিত মসজিদের মধ্যে বক্সনগর এলাকাবাসী এবং মাদ্রাসার পক্ষ থেকে সফল ছাত্রদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে সম্ভর্ধনা দেওয়া হয়৷ পাশাপাশি এই প্রতিযোগীদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যে দুজন শিক্ষক গড়ে তুলেছিল সেই শিক্ষকদ্বয় হাফেজ আব্দুল করিম এবং মুফতি সাইফুল ইসলামকেও পুরস্কৃত করা হয়৷ বক্সনগর মাদ্রাসা পক্ষ থেকে মুহতামিম নূর হোসেন কাসেমী সাহেব আসাব্যক্ত করেন এই ছাত্ররা অদূর ভবিষ্যতে দেশের মধ্যে মাদ্রাসার নাম উজ্জ্বল করবেন৷ পরিশেষে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়৷