Tuesday, September 16, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদস্কুলে বোমা বিস্ফোরণে গুরুতর জখম ছাত্র

স্কুলে বোমা বিস্ফোরণে গুরুতর জখম ছাত্র

কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর হাই স্কুলের টয়লেটে বোমা বিস্ফোরণ গুরুতর আহত পঞ্চম শ্রেণীর ছাত্র।ঘটনার বিবরনে জানা যায় বুধবার দুপুর ১২ ঘটিকার সময় কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের মুসলেম মিয়ার ছেলে তাইফুর রহমান নগর হাই স্কুলের পুরনো বিল্ডিংয়ের পরিত্যক্ত টয়লেটে টয়লেট করতে গিয়ে একটি ব্যাগ দেখতে পায়।ব্যাগটি খুলে দেখতেই পাঁচটি বড় ধরনের বুম দেখতে পায়।তখন এই ১১বছরের বাচ্চা ছেলেটি এটা কি দেখার প্রলোভনে হাতে নিয়ে মাটিতে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।সাথে সাথেই তার হাতে এবং মুখে বোমার বিস্ফোরণে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।এই বোমা বিস্ফোরণের শব্দ ও বাঁচার জন্য চিৎকার শুনে নগর হাই স্কুলের শিক্ষকরা ছুটে আসে। সাথে সাথে ছুটে আসে এলাকার লোকজনও।তড়িঘড়ি তাকে পরিবারে লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করে দেন।অপরদিকে কলমচৌড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে দেয়।কিন্তু এই দেশি বোমা গুলি উদ্ধার করতে এখনো সক্ষম হয়নি পুলিশ।খবর দেওয়া হয় প্রশাসনের বুম স্কোয়ার্ডকে।জানা এই ব্যাগটির মধ্যে মোট পাঁচটি বোমা ছিল।আর হয়তো এ কারণেই এই বোমাগুলি রাতের অন্ধকারে এই পুরানো স্কুল বিল্ডিং পরিত্যক্ত টয়লেটে রেখে চলে যায়। অল্পেতে রক্ষা পায় এই শিশু ছাত্রটি।হত এর থেকেও আরও বড় ধরনের ঘটনা হতে পারতো। যদি একসাথে সবগুলো বোমা বিস্ফোরণ হতো তাহলে স্কুলের প্রচুর ছাত্র ছাত্রী আহত হত। এখন দেখার বিষয় যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিষয়ে পুলিশ কি পদক্ষেপ নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য