Tuesday, September 16, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসাম পুলিশের হাতে ঋষ্যমূখ শহীদ বেদী এলাকা থেকে গ্রেপ্তার রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগী...

আসাম পুলিশের হাতে ঋষ্যমূখ শহীদ বেদী এলাকা থেকে গ্রেপ্তার রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগী দীপাঞ্জন বৈদ্য নামে এক যুবক।

জানা যায় বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ শহীদ বেদী এলাকায় নিজ বাড়ি থেকে আসাম পুলিশের হাতে গ্রেপ্তার দীপাঞ্জন বৈদ্য নামে এক যুবক। মোবাইল সূত্র ধরে আসাম প্রদেশের করিমগঞ্জ জেলার বাজারীছড়া থানার পুলিশ বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা ব্যাপারীর লিংকম্যান অভিযোগে বিধান বৈদ্যের ছেলে দীপাঞ্জন বৈদ্যকে গ্রেপ্তার করে নিয়ে যায় আসাম পুলিশ। জানা যায় ঋষ্যমূখ শহীদ বেদী এলাকার বাসিন্দা দীপাঞ্জন বৈদ্য গত এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে উঠে আসা এক রোহিঙ্গা যুবককে ঋষ্যমূখ এক মোবাইল সিম কার্ড বিক্রির দোকান থেকে বেনামী মোবাইল সিম কিনে দেয় এবং পরবর্তী সময়ে মোবাইল রিচার্জ ও ফোনে রীতিমত যোগাযোগ রক্ষা করে চলছে। পরবর্তী সময়ে ঐ রোহিঙ্গা যুবক যখন আসামের করিমগঞ্জ এলাকার বাজারীছড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় তখন সেই রোহিঙ্গার মোবাইল কল লিস্ট এবং তাদের দুইজনের মোবাইলে কথোপকথনের সূত্র ধরে আসাম পুলিশ সেই মামলায় বিলোনিয়া এসে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় ঋষ্যমূখ শহীদবেদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় দীপাঞ্জন বৈদ্যকে। তারপর তাকে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সমস্ত ধরনের সরকারি নিয়ম-কানুন মেনে আসাম প্রদেশের পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য