Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশনিবার এক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতি মহিলাদের মধ্যে সুতো বন্টন তেলিয়ামুড়ার...

শনিবার এক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতি মহিলাদের মধ্যে সুতো বন্টন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের


তেলিয়ামুড়ায় জনজাতি মহিলাদের মধ্যে সুতো বন্টন।শনিবার এক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন রাংখল পাড়া এলাকায় এলাকার জনজাতি মহিলাদের হাতে সুতো তুলে দেওয়া হয়। এলাকার জন জাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার কাজে যেন সুভিধা হয় সেই উদ্যেশ্যে এগিয়ে এলেন বিধায়িকা কল্যানী রায়। এলাকার ৬০০ জন জনজাতি মহিলাদের হাতে এদিন জনজাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার সুতো তুলে দেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায় । এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বি এ সি চেয়ারম্যান বনলাল রাংখল, জনজাতি মোর্চার তেলিয়ামুড়া মন্ডল সভাপতি প্রজামানিক কুকি সহ অন্যান্যরা। এদিন এলাকার মহিলারা এই সুতা পেয়ে নিজেদের খুশি ব্যক্ত করেন বিভিন্ন মহলে। পরে এ ব্যাপারে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধান সভার মুখ্য সচেতক কল্যাণী রায় জনজাতি মহিলাদের সামনে রাজ্যে বিজেপির শাসনকালে পাঁচ বছরের একাধিক উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন

তেলিয়ামুড়া প্রতিনিধি –
তেলিয়ামুড়ায় জনজাতি মহিলাদের মধ্যে সুতো বন্টন।শনিবার এক ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অধীন রাংখল পাড়া এলাকায় এলাকার জনজাতি মহিলাদের হাতে সুতো তুলে দেওয়া হয়। এলাকার জন জাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার কাজে যেন সুভিধা হয় সেই উদ্যেশ্যে এগিয়ে এলেন বিধায়িকা কল্যানী রায়। এলাকার ৬০০ জন জনজাতি মহিলাদের হাতে এদিন জনজাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার সুতো তুলে দেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায় । এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বি এ সি চেয়ারম্যান বনলাল রাংখল, জনজাতি মোর্চার তেলিয়ামুড়া মন্ডল সভাপতি প্রজামানিক কুকি সহ অন্যান্যরা। এদিন এলাকার মহিলারা এই সুতা পেয়ে নিজেদের খুশি ব্যক্ত করেন বিভিন্ন মহলে। পরে এ ব্যাপারে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধান সভার মুখ্য সচেতক কল্যাণী রায় জনজাতি মহিলাদের সামনে রাজ্যে বিজেপির শাসনকালে পাঁচ বছরের একাধিক উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য