যান দুর্ঘটনা রাজ্যের একটি নিত্যদিনের ঘটনা।বিভিন্ন আইন প্রয়োগ করেও কোন মতেই থেমে নেই যান সন্ত্রাস।প্রতিদিন কোন না কোন স্থানে যান সন্ত্রাসের ঘটনা ঘটছে।এমন একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে কলমচৌড়া থানাধীন পুটিয়া এলাকায়, রহিমপুর ভেলুয়ারচর সড়কে।ঘটনার বিবরণে জানা যায়,সুয়েল মিঞা(৩৫)বাইক করে বিশালগড় থেকে পুটিয়া হয়ে রহিমপুর তার বাড়ি যাওয়ার পথে পুটিয়া এলাকায় গিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে যায়,এতে করে তার মাথায় ও শরীরে আঘাত হয় এতে বাইকটা ভেঙ্গে চৌচির হয়ে যায়।তবে বাইক চালক গুরুতরভাবে আহত হয়।এই মর্মান্তিক বাইক দুর্ঘটনা পথচারীরা এসে দেখতে পেয়ে বাইকের নিজ থেকে সুয়েল মিঞা কে টানা হেঁচড়া করে বাহির করে সঙ্গে সঙ্গে গাড়ি করে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে,পরে কর্তব্যরত ডাক্তার রতন দেববর্মা প্রাথমিক চিকিৎসা করে তার মাথায় দেশি চোট লাগা দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন,তবে এই ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ যান দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান।পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করছেন।