Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরে উদ্বোধন হলো বহু কাঙ্খিত 5 কক্ষ বিশিষ্ট সেল্টার হাউস

কল্যাণপুরে উদ্বোধন হলো বহু কাঙ্খিত 5 কক্ষ বিশিষ্ট সেল্টার হাউস


কল্যাণপুরের উন্নয়নের পালকে নবতম সংযোজন। স্থানীয় বিধায়ক ,পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সম্মিলিত উপস্থিতির মধ্য দিয়ে কল্যাণপুরে বহু কাঙ্খিত 5 কক্ষ বিশিষ্ট সেল্টার হাউজের উদ্বোধন ঘিরে আজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উল্লেখ্য এতদিন পর্যন্ত কল্যাণপুরে সরকারিভাবে কোন বিশ্রামাগারের ব্যবস্থা না থাকায় বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কোন প্রয়োজনে কল্যাণপুরে আসলে বিশ্রাম করতে কিংবা রাত্রিযাপনে প্রচন্ড অসুবিধা হতো। এখন থেকে এই অসুবিধা দূরীভূত হয়েছে বলে নিজের আলোচনায় অংশ নিয়ে জানালে বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পাশাপাশি বিধায়ক সাহেব নিজের আলোচনায় বললেন এই সময়ের মধ্যে বর্তমান জোট আমলে গোটা কল্যাণপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে গুটা আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে প্রথম থেকে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলেছে। তবে এই সময়ের মধ্যে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও বিধায়ক আজকের এই মঞ্চে দাবি করার পাশাপাশি সমস্ত অংশকে আগামী দিন সজাগ এবং সতর্ক থাকার আহ্বান রাখলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। উল্লেখ্য ৩১ লক্ষ ৫৭ হাজার ৩৯৬ টাকা ব্যয়ে ১৫ মাস সময়ের থেকেও কম সময়ে এই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় গোটা কল্যাণপুর বাসী দারুন খুশি। এছাড়াও এই দিনের এই উদ্বোধন মঞ্চে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমেন গোপ, স্থানীয় সমাজসেবক জীবন দেবনাথ প্রমুখর। এই অনুষ্ঠানের সভাপতিত্য করেন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেব রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য