Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউন্নত পরিকাঠামো যুক্ত বাঘভের এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন হলো এলাকার বিধায়কের হাত...

উন্নত পরিকাঠামো যুক্ত বাঘভের এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন হলো এলাকার বিধায়কের হাত ধরে

সাধারণ মানুষের তুমুল হরশুল্লাস, মহিলাদের উলুধ্বনি এবং বিপুল সমাগমকে সাক্ষী রেখে গিলাতলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগভের এলাকায় শিশুদের শিক্ষার স্বার্থে উন্নত পরিকাঠামোযুক্ত অঙ্গণওয়ারি সেন্টারের উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কল্যাণপুর প্রমুদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ছিলেন কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান রাজীব পাল, বিশিষ্ট সমাজকর্মী নিতাই বল প্রমুখরা। বিধায়ক সহ অন্যান্য অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করেন। নিজের আলোচনায় অংশগ্রহণ করে বিধায়ক পিনাকী দাস চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন সংশ্লিষ্ট অঙ্গনারী সেন্টার আগামীতে গোটা এলাকার ভবিষ্যৎ প্রজন্মের সুষ্ঠ বিকাশে সহায়ক হবে। তিনি দাবি করেন বর্তমান সময়ে সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিকাঠামোগত মান উন্নয়ন সহ শিশুদের পুষ্টিকর খাবার সঠিক সময়ে বরাদ্দের ব্যাপারে বরাবর সুতীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করে চলেছে। তিনি অভিযোগ করে বলেন বিগত বাম আমলে শিশু শিক্ষা সহ সবকিছুই প্রশ্ন চিহ্নের মুখে ছিল। যে কামিনিস্ট্রা দীর্ঘদিন এ রাজ্যকে শাসন করে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নকে রাজনীতির যাতা করলে প্রায় পিষে দিয়েছিল সেই কমিউনিস্টদের আসন্ন নির্বাচনে ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার নেই বলেও বিধায়ক চৌধুরী দাবি করেন। এই গোটা উদ্বোধন ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উদ্দীপনার ভাব পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য