Zero Poll violence’ ও ‘Mission 929’ এই মিশন গুলিকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে আসন্ন ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের যাবতীয় নির্বাচনী প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক বলেন,,,, আসন্ন ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আমাদের মূল লক্ষ্য ‘Zero Poll violence’ অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা। তৎসঙ্গে, ‘Mission 929’ অর্থাৎ গোটা রাজ্যের মধ্যে বিগত বিধানসভা নির্বাচনে মোট ৯২৯ টি ভোট কেন্দ্রে লক্ষ্য করা গেছে যেখানে ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। সেই ৯২৯ টি ভোট কেন্দ্রের মধ্যে তেলিয়ামুড়া মহকুমায় রয়েছে ৪৬ টি ভোট কেন্দ্র। এবং তেলিয়ামুড়া মহকুমার সেই ৪৬ টি ভোট কেন্দ্রের এলাকার মানুষজনকে সহ গোটা তেলিয়ামুড়া মহকুমার মানুষজনদের আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটদানের মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে যাতে মানুষজন এগিয়ে আসে সেই সচেতনতার লক্ষ্যে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমায়ও মোট ৩ টি কর্মশালা অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে। মহাকুমা প্রশাসনের উদ্যোগে কর্মশালা গুলো অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া টাউন হল, কল্যাণপুর লোটাস কমিউনিটি হল ও মুঙ্গিয়াকামি পঞ্চায়েতের মধ্যে।
তাছাড়া, আসন্ন বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে। এরমধ্যে তেলিয়ামুড়া মহকুমা মোট ছয়টি ভোটকেন্দ্র মহিলা CRPF দ্বারা পরিচালিত থাকবে বলে জানানো হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। যাতে করে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। তাছাড়া আসন্ন পৌষ সংক্রান্তিকে সামনে রেখে করে গোটা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া মহকুমায়ও রঙ্গুলি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রঙ্গুলি উৎসবের মূল বিষয়বস্তু থাকবে শান্তিপূর্ণ নির্বাচন এবং এই উৎসবের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার মোট তিনটি বিধানসভা কেন্দ্রের মোট ৩০ জনকে পুরস্কৃতও করা হবে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী তেলিয়ামুড়া মহকুমার মোট ভোটারের সংখ্যা সহ আরো বিভিন্ন নির্বাচন সংক্রান্ত খতিয়ান তুলে ধরেন এবং শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দেন তিনি।।