Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনির্বাচনের প্রাকমুহুর্তে তেলিয়ামুড়াতে বামেদের সাড়া জাগানো মিছিল সভা

নির্বাচনের প্রাকমুহুর্তে তেলিয়ামুড়াতে বামেদের সাড়া জাগানো মিছিল সভা

বিগত প্রায় মাসাধিক কাল ধরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম পদযাত্রা সহ বিভিন্ন প্রকারের সাংগঠনিক কর্মসূচি সংঘটিত করে চলেছে। আজ এরকমই এক কর্মসূচিতে আলোড়িত হয় তেলিয়ামুড়া শহর। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির আহবানে আজ তেলিয়ামুড়ার সিপিআইএমের কার্যালয়ের সামনে থেকে লাল ঝাণ্ডার এক দৃপ্ত মিছিল শুরু হয়ে শিশু বিহার চৌমুহনী ভায়া করইলং স্কুল চৌমুহনিতে এসে এক সভা সংঘটিত হয়। এই সভায় প্রাক্তন বিধায়িকা গৌরী দাসের সভাপতিত্বে আলোচনা করেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর সেন। সুবীর সেন এই সময় এর মধ্যে তেলিয়ামুড়ার বাম কর্মী সমর্থকদের তাতিয়ে দিয়ে অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতেই আজ বক্তৃতা করেন। সুবীর সেন বলেন গোটা ত্রিপুরা রাজ্যের সাথে সাথে তেলিয়ামুড়াতেও দীর্ঘ প্রায় ৫৭ মাসের জোট শাসনে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে, বিরোধী দলের উপর প্রতিনিয়ত আক্রমণ সংঘটিত করা সহ মানুষের নৈতিক অধিকার, কথা বলার অধিকার ভূলুণ্ঠিত বলে সুবীর সেন দাবি করেন। দিনের পর দিন রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে মানুষের উপর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে বলে করইলং স্কুল চৌমুহনীতে আয়োজিত সভায় দাবি করেন সিপিআইএম নেতা সুবীর সেন । শ্রী সেন অনেকটা হুশিয়ারি দিয়ে বলেন আর নয়, অনেক হয়েছে। এখন থেকে যখনই আক্রমণ করা হবে প্রতি আক্রমণের জন্য বাম যুবকর্মী সহ কর্মী সমর্থকরা তৈরি রয়েছেন বলে করইলং এর স্কুল চৌমুহনী থেকে প্রকাশ্যে হুশিয়ারি দেন এই বাম নেতা। এদিনের এই সভা মঞ্চে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক বিজয় মোদক, পার্টি নেতৃত্ব মনিন্দ্র চন্দ্র দাস, সুভাষ নাথ, হেমন্ত কুমার জমাতিয়া প্রমুখরা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য