শুক্রবার সন্ধ্যায় খোয়াই জাম্বুরা স্থিত নিজবাস ভবনের ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের মাতা প্রতিমা মজুমদার ৭১। জানা যায় বার্ধক্য জড়িত কারণে অনেকদিন ধরে রোগে ভুগছিলেন শেষে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান মন্ডল সভাপতি মা। এই ঘটনা ছড়িয়ে পড়তে মন্ডল সভাপতির বাড়িতে বিজেপি কর্মকর্তাদের ভিড় লেগে যায়। বিজেপি দলের বিভিন্ন সংগঠনের কর্মীরা ঐ পুষ্পস্তক ও ফুলের তোড়া দিয়ে শেষ বিদায় জানান মন্ডল সভাপতির মাতাকে।