Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যকল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিনিয়ত চলছে জনসম্পর্ক অভিযান।

কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিনিয়ত চলছে জনসম্পর্ক অভিযান।

আর মাত্র হাতেগোনা কয়েক মাস এরই মধ্যে বেজে উঠবে নির্বাচনী ঘন্টা। যদিও প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনী ঘন্টা কখন বাজবে সেই আশা ছেড়ে দিয়ে আসন্ন ২০২৩ এর নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল প্রতিদিন প্রতিনিয়ত কোন না কোন সভা মিছিল মিটিং ভূত অফিস উদ্বোধন থেকে শুরু করে সময়ের কালে হারিয়ে যাওয়া বিভিন্ন পার্টি কার্যালয় গুলিকে পুনরুদ্ধার করে সেই অফিসগুলোকে চালু করছে। সব দিকে যখন সমস্ত রাজনৈতিক দল গুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত বিশেষ করে বর্তমান সময়ে বিজেপি দল তার প্রধান বিরোধীদল সিপিএম নিজ নিজ রাজনীতি কর্মকাণ্ডে ব্যস্ত। তাদের সাথে পাল্লা দিয়ে কংগ্রেস দলও পিছিয়ে নেই। দেখা গেছে বর্তমান সময় কংগ্রেস দলের পাল্লাটা অনেক ভারী প্রতিনিয়ত তারা জনসম্পর্ক অভিযান করে চলেছে। তেমনি ভাবে শুক্রবার ২৭ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে কল্যাণপুর এলাকার ৪৪ নম্বর বুথ তথা কমলনগর গাও সভা সহ বিভিন্ন এলাকাতে জন সম্পর্ক অভিযান ব্যাপক হারে চালিয়ে যাচ্ছেন এই জমানা সম্পর্কে অভিযানে উপস্থিত রয়েছেন কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন মল্লিক, কার্তিক দেবনাথ,পি সি সদস্য অসোখ দেব, যুব কংগ্রেস সভাপতি উদ্ভব বিশ্বাস অন্যানরা। কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধারণ মল্লিক জানান কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রতিদিন নিয়ম করে সকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ২৭ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে জন সম্পর্ক অভিযান চালিয়ে যাচ্ছে। এই জনসম্পর্ক অভিযান শেষে তারা বুঝতে পারছেন এবং বিভিন্ন এলাকার লোক তাদেরকে জানাচ্ছেন ২০১৮ সালে একটা রব উঠেছিল পরিবর্তন বর্তমান সময় এই জনগণই পরিবর্তনের প্রত্যাবর্তন চাইছে বলে অভিমত ব্যক্ত করেন। শুধু তাই না প্রতিদিন জনসম্পর্ক অভিযান করতে গিয়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান কার্তিক দেবনাথ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য