খোয়াই জেলা সংশোধনাগারের পকসো আইনে অভিযুক্ত বিচারাধীন এক আসামির রবিবার রাতে অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পূর্ব সোনাতলা এলাকা ভূমিহীন কলোনির বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধ বাসুদেব তাঁতি প্রায় একমাস ধরে খোয়াই জেলা সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় রয়েছেন। হঠাৎ করে রবিবার রাত ১টা নাগাদ শারীরিক অসুস্থতা বোধ করেন সঙ্গে সঙ্গে খোয়াই জেল সংশোধনাগারের কর্তৃপক্ষ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্য চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। কিন্তু একটা সময় বৃদ্ধ ঐ আসামির শারীরিক অবস্থা অবনতি ঘটাতে থাকে পরবর্তীতে রাত্রে তিনটা নাগাদ বিচারাধীন আসামি বাসুদেব তাঁতির মৃত্যু হয়। পরবর্তী সময় কর্তব্যরত চিকিৎসক খোয়াই থানায় এই বিষয়টি জানান। যথারীতি পুলিশ এসে মৃত আসামী বাসুদেব তাঁতির মৃত দেহ মর্গে নিয়ে রাখে। সোমবার দুপুরে মাননীয় বিচারকের সামনে ময়নাতদন্ত করে পুলিশ বিচারাধীন আসামি বাসুদেব তাঁতীর মৃত দেহ জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্ত করে। যদিও পুলিশ এই মৃত্যুর ঘটনাকে নিয়ে একটি ইউ ডি মামলা গ্রহণ করে তদন্ত করবেন বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় বিচারাধীন আসামির মৃত্যুর কি কারণ সেই বিষয়ে পুলিশের তদন্ত কি বেরিয়ে আসে। যদিও প্রাথমিক ধারণা করা হচ্ছে বৃদ্ধ বয়সে এইরকম ন্যাক্কারজনক মামলার সঙ্গে জড়িত হওয়াতে খোয়াই পূর্ব সোনাতলা গ্রামের বাসিন্দা বাসুদেব তাঁতি মানসিকভাবে ভেঙ্গে পড়তে পারে যার কারণে হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।



