Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যকল্যাণপুর গণহত্যার ২৬ তম বর্ষপূর্তিতে ২৬ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোহয় কল্যাণপুর...

কল্যাণপুর গণহত্যার ২৬ তম বর্ষপূর্তিতে ২৬ জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোহয় কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগ

আজ থেকে ২৬ বছর আগে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর গভীর রাতে কল্যাণপুরের বাজার কলনিতে বীভৎস গণহত্যায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। এরা হলেন অসীম দাস চৌধুরী, রসময় গোপ, জ্যোতির্ময় দাস চৌধুরী, বীণা দাস চৌধুরী, রাকেশ গোপ, সোমা গোপ, সন্ধ্যা ঘোষ, সঞ্চিতা ঘোষ, সুবোধ গোপ, অজিত গোপ, শিপ্রা গোপ, যাদব গোপ, মোহন বাঁশি গোপ, অনু গোপ, নিতাই মালাকার, বিষ্ণুপদ শীল, বরুণ ভট্টাচার্য, বন্ধনা মজুমদার, বিমল মজুমদার, বিজয় দেব, মনি দেব, জয়া চক্রবর্তী (গোস্বামী), বিমল দেব, বর্ষা গোস্বামী সহ আরো কয়েকজন।পরবর্তী সময়ে তৎকালীন সময়ে কংগ্রেস নেতা কাজল দাসের নেতৃত্বে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিহত পরিবারদের জন্য সরকারি চাকরি আদায় থেকে শুরু করে সমস্ত আন্দোলন কংগ্রেস কর্মীরাই করেছে। পরবর্তী সময়ে প্রতিবছর ডিসেম্বর মাসেএই দিনটিকে কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সব সময় শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এবারও তার ব্যাতিক্রম হয়নি। কল্যাণপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস ভবনের সামনে একটা অস্থায়ী শহীদ বেদী নির্মাণ করে কল্যাণপুর ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা শহীদের আত্মত্যাগের স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন করে এবং এক মিনিট নীরবতা পালন করা হয় শহীদদের আত্মার সৎগতি কামনায়। কিন্তু আজও এই গণহত্যার কোন বিচার হয়নি। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম সিনহা, পিসিসি সদস্য অসোখ দেব, কার্তিক দেবনাথ, যুব কংগ্রেস সভাপতি উদ্ভব বিশ্বাস ব্লক কংগ্রেস সভাপতি সাধন মল্লিক বলিষ্ঠ নেতৃত্ব প্রদীপ রায় আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য