৯ ডিসেম্বর শুক্রবার রাতে খোয়াই গনকি এলাকায় খুন হয়ে যাওয়া মানিক দাসের বাড়ীতে গেলেন বামফ্রন্টের বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। শুক্রবার রাতে ফোন করে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে খোয়াই শহরের গণকী এলাকার পূর্বতন আসাম রাইফেলস্ ক্যাম্প সংলগ্ন পাড়ার ঝরেন্দ্র দাস ওরফে মানিক দাস কে খুন করে আততায়ীরা। তাই সোমবার নিহত মানিক দাসের বাড়ীতে গেলেন স্থানীয় বামফ্রন্ট দলের বিধায়ক নির্মল বিশ্বাস সহ সি পি আই এম দলের অন্যান্য নেতৃবৃন্দরা। বিধায়কের সাথে ছিলেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা ডি ওয়াই এফ আই -র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও পার্টির খোয়াই সুভাষপার্ক অঞ্চল সম্পাদক কানন দত্ত।বিধায়ক ও নেতৃবৃন্দরা নিহত মানিক দাসের স্ত্রী সুস্মিতা ঘোষ ও ছেলে সহ শোকসন্তপ্ত পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন।



