Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যউমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা

উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা

উমাকান্ত একাডেমী বিদ্যালয়ের 133 তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উমাকান্ত একাডেমী এলামনির উদ্যোগে উমাকান্ত একাডেমি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রতিযোগিতা অংশগ্রহণ করে যার মধ্যে ক বিভাগে রয়েছে ০-৬ বছর অবধি প্রতিযোগীরা, খ বিভাগে রয়েছে ৬ থেকে ৯ বছরের প্রতিযোগীরা, এবং গ বিভাগে রয়েছে 9 থেকে 11 বছরের প্রতিযোগিরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উমাকান্ত একাডেমি অ্যালামোনির অফিস সেক্রেটারি রাজীব দেব বলেন সারা বছরের বিভিন্ন কর্মসূচির মধ্যে এই কর্মসূচিটি ছিল অন্যতম এবং এই কর্মসূচিতে সাফল্য পেয়ে খুশি ব্যক্ত করেন। তা ছাড়া তিনি অন্যান্য যারা প্রাক্তনীরা রয়েছেন তাদের কাছে আহ্বান রাখেন তাদের সাথে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করার জন্য। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিতার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য