Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যসরকারি সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে মানুষের দোয়ারে কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব

সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে মানুষের দোয়ারে কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি ঘরে সুশাসন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে। বুধবার সেই সুশাসনের অঙ্গ হিসাবে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর স্নিগ্ধা দাস দেব এলাকা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান বর্তমান সরকারের সময়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের দোয়ারে পৌঁছে যাচ্ছে এটাই হল পরিবর্তন। যে জায়গায় আগে মানুষ সরকারের পেছনে দৌড়াত সে জায়গায় সরকারই পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে এটাই হল বিজেপি সরকার। তাছাড়া রাজ্যের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হয়েছে যা আগে মানুষ কল্পনাই করতে পারত না এবং তার পাশাপাশি বাড়ি বাড়ি অটল জলধারা মিশনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তাছাড়া উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে মা-বোনেদের হাতে রান্নার গ্যাস তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমানে সরকার এই কর্মযজ্ঞগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ঘর ঘর বিজেপি কর্মসূচি পালন করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য