রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সেবা দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনেট বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়, সেবা দলের কনভেনার নিত্য গোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা। এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাছাড়া এদিন বর্ষিয়ান কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন কংগ্রেসের নেতৃত্বে ২০২৩ সালে সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবে।ভোট লুট বন্ধ করা হবে। তার পাশাপাশি এদিনের সভায় শাসক দলের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে। তিনি বাইক বাহিনি নিয়েও সরব হন। বিভিন্ন জায়গায় যে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সে বিষয়টিও তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি দেন শরীরে এক বিন্দু রক্ত থাকতেও ভোট লুট করতে দেওয়া হবে না।



