যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রামখানী দত্তক নিয়েছে ওমেন্স কলেজের এনএসএস ইউনিট। করোনা কালেও এই গ্রামে অনেক কর্মসূচি করেছে কলেজ কর্তৃপক্ষ। রাজ্য সরকার থেকে মহিলা কলেজের এনএসএস ভলান্টিয়ারদের টিফিনের জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা তারা খরচ না করে এই গ্রামের দুস্থদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রায় সময় বিতরণ করে থাকে। এমনই আজ একটি কর্মসূচি ছিল তাদের, রবিবার এলাকার বিধায়ক রেবতী দাসের উপস্থিতিতে এই গ্রামের দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক রেবতী মোহন দাস রাজধানীর মহিলা বিশ্ববিদ্যালয়ের এন এস এস ইউনিটের এ ধরনের উদ্যোগের ভুয়সি প্রশংসা করেন এবং এই গ্রামের জন্য তাদের প্রতিটি উদ্যোগকে সাধুবাদ জানান ও আগামী দিনেও ওমেন্স কলেজ এন এস এস ইউনিট এ ধরনের কর্মসূচী জারি রাখবেন বলে আশা ব্যক্ত করেন।



