Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের পদযাত্রা

অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের পদযাত্রা

হাতেগুনা আর কয়েকদিন পরই ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ময়দানে সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রচারও চালাচ্ছেন। এর মধ্যে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও।নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। তারই অঙ্গ হিসাবে রবিবার বনমালীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শান্তি সম্প্রীতি উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ইস্যুকে সামনে রেখে বনমালীপুর বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হয় পদযাত্রা। এদিন পদযাত্রাটি রাম ঠাকুর সংঘ এলাকা থেকে বের হয়ে পুর নিগমের ২১,৩১ ও ২৩ নম্বর ওয়ার্ডের একাংশে এদিন পদযাত্রা করা হয়। এদিন উপস্থিত ছিলেন নারী নেত্রী পান্না দেব,যুব তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সাহা সহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমকে শান্তনু সাহা বলেন,তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে প্রকল্প গুলি চালু করেছেন সেগুলি ত্রিপুরাবাসীর জন্য চালু করা হবে। পাশাপাশি রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ইস্যুগুলোও তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য