বর্তমান পুর নিগমের কর্মকর্তারা ক্ষমতায় আসার আগে শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন ভাবে সাজিয়ে তোলা হবে শহর আগরতলাকে। নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি পালনে এখন দায়বদ্ধ পুর নিগম। আর সেই লক্ষ্যেই চলছে কাজ। শহরকে যানজট মুক্ত করার পাশাপাশি বর্ষার কথা মাথায় রেখে জল নিষ্কাশনিক ব্যবস্থার উপরও গুরুত্ব দিয়েছে এখন পুর নিগম। সম্প্রতি মেয়রের নেতৃত্বে পুর নিগমের টাস্ক ফোর্স বটতলা বাজারে বিশেষ অভিযান চালিয়ে বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তার দুই পাশে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। রাস্তাটি যানজট মুক্ত করতে সেদিন বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান। যানজট মুক্ত হবার পর এবার জল নিষ্কাশনী ব্যবস্থা দূরীকরণের উপর গুরুত্ব দিল নিগম। বটতলা এলাকার একটি ড্রেইন কালাপানিয়ার মূল ড্রেইনের সাথে যুক্ত হবে। খুব শীঘ্রই শুরু হবে নতুন ড্রেইন নির্মাণের কাজ। শনিবার সেই লক্ষ্যে জায়গাটি পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।



