২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রতি ঘরে বিজেপি ক্যাম্পেইন। সাত দিনব্যাপী এই ক্যাম্পেইনের আগামীকাল শেষ দিন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বনমালীপুর এলাকায় মন্ডল সভাপতি দীপক করের নেতৃত্বে বাড়ি বাড়ি প্রচার অনুষ্ঠিত হয়। এদিন বনমালী পুর মন্ডল সভাপতি দীপক কর সংবাদ মাধ্যমকে জানান বিগত সাড়ে চার বছরে সরকার যে কাজ করেছে তাতে এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং বিশেষ করে বনমালীপুর এলাকায় বর্ষার সময় জলের যে সমস্যা ছিল তা সরকার প্রতিষ্ঠার উপর দ্রুততার সহিত সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক যে কাজ সরকার করেছে তাতে অত্যন্ত খুশি রাজ্যের মানুষ বলে অভিমত ব্যক্ত করেন তিনি।



