Friday, December 5, 2025
বাড়িখবররাজ্য200 ইঞ্জিনিয়ার নিয়োগ ও কৃষকদের কাছ থেকে 20 টাকা 40 পয়সা কেজি...

200 ইঞ্জিনিয়ার নিয়োগ ও কৃষকদের কাছ থেকে 20 টাকা 40 পয়সা কেজি দরে ধান কিনবে রাজ্য সরকার কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত জানালেন – মন্ত্রী সুশান্ত চৌধুরী

কৃষক, বেকার, ও কর্মচারীদের জন্য নির্বাচনের মুখে কল্পতরু হয়েছে সরকার | ইঞ্জিনিয়ার নিয়োগ করবে 200 জন | কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে কুড়ি টাকা 40 পয়সা প্রতি কেজি, কর্মচারী ও পেনশনারদের চিকিৎসা খরচ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা | জানিয়েছে তথ্যমন্ত্রী সুকান্ত চৌধুরী | রাজ্যে একটি বেসরকারি ইউনিভার্সিটি খোলা সহ কৃষক বেকার ও কর্মচারীদের সুবিধার্থে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা |বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে , সেগুলি বিশ্লেষণ করলে এক কোথায় বলা যেতেই পারে কল্পতরু হয়েছে সরকার | শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনবে প্রতি কেজি 20 টাকা 40 পয়সা দরে | যেখানে 2018 সালে প্রতি কেজি ধান ক্রয় করত 17 টাকা 20 পয়সা দরে | মন্ত্রী জানান কেবিনেট বৈঠকে বেকারদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে | যেটা হলো গ্রুপ- এ এবং গ্রুপ- বি মিলিয়ে পূর্ত. দপ্তরে 200 ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে | ডিপ্লোমা এবং ডিগ্রী দুটি বিভাগ মিলিয়ে টি পি এস সি র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে | সরকারি কর্মচারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা গ্রুপ- এ এবং গ্রুপ-বি কর্মচারীরা এখন থেকে রেফার ছাড়া রাজ্য সরকার অনুমোদিত বহির রাজ্যে যে কোন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা করালে তার বিল করতে পারবে | এছাড়া পেনশনার এতদিন পর্যন্ত 15 হাজার টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেত | মন্ত্রিসভায় সেটা বাড়িয়ে পাঁচ বছরে 50 হাজার টাকা করেছে |এদিনের মন্ত্রিসভায় উচ্চ শিক্ষার প্রসারে রাজ্য সরকারের একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে | শিক্ষা দপ্তর থেকে রাজ্য সরকারের কাছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এর একটি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল | বৃহস্পতিবারের কেবিনেট বৈঠকে রাজ্য মন্ত্রিসভা সেটিরও অনুমোদন করে দেন | রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গুলির ফলে আখেরে সুবিধা উপলব্ধি করতে পারবে সমাজের সকল অংশের মানুষ | বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীরা আর বহির রাজ্যের উপর নির্ভর করতে হবে না |

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য