চরিলামে রাজনৈতিক হিংসাত্মক ঘটনায় মৃত্যু বিরোধী সিপিআইএমের এক কর্মী। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের চিকিৎসা চলছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে। বৃহস্পতিবার চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন পরিদর্শন কালে তিনি আক্রান্ত দলীয় কর্মীদের সাথে কথা বলেন।পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন হিংসা ও অশান্তির বিরুদ্ধে বিজেপি। কিছু মানুষ চাইছে রাজ্যের পরিবেশকে অশান্ত করতে। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। আসলে তা নয়, রাজ্যের সাধারণ আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে রাজনৈতিক রঙ না দেখে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান রাখেন অধ্যক্ষ।



