Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনে উপরাষ্ট্রপতি

ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনে উপরাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনে এসে পূজা দেন৷ ত্রিপুরাসুন্দরী মন্দিরে এদিন তাঁকে শুভেচ্ছা স্মারক দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। উপরাষ্ট্রপতি মন্দির পরিদর্শনে এসে প্রসাদ প্রকল্পে নির্মিত মন্দিরের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা দেওয়ার সময় উপরাষ্ট্রপতির সঙ্গে ছিলেন পত্নী ড. সুদেশ ধনখড়, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক গভেকর ময়ূর রতিলাল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। ত্রিপুরাসুন্দরী মন্দিরে উপরাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, আজ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শন করেছি, তা আমি কখনও ভুলবো না। মায়ের মন্দির দর্শন করে আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। উপরাষ্ট্রপতি আরও বলেন, মায়ের মন্দিরের সৌন্দর্যায়ণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ দেখে আমি খুশি ও আনন্দিত। এই কাজটি সম্পন্ন হলে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির দেশের ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষনীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মিশন মুডে ত্রিপুরাসুন্দরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করছেন। আগামী বছর দীপাবলির মধ্যেই মন্দিরের কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি মন্দিরে পূজা দিয়ে দেশের মঙ্গল কামনায় মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। আজ সকালে উপরাষ্ট্রপতি আগরতলা থেকে হেলিকপ্টারে উদয়পুর আসেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য