Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যকল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জুরো আন্দোলনের সপ্তম দিনে 100 কিলোমিটার পদযাত্রা...

কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জুরো আন্দোলনের সপ্তম দিনে 100 কিলোমিটার পদযাত্রা সমাপ্তির পথে।

কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে সপ্তাহ ব্যাপী ভারত জুড়ো পদযাত্রা শুরু হয়েছে ১০০ কিলোমিটার পদযাত্রার টার্গেট নিয়ে। যেখানে ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতৃত্বকারি রাহুল গান্ধি ১২০০ কিলোমিটার পথযাত্রার টার্গেট নিয়ে কাজ করে চলেছেন তারই অঙ্গ হিসেবে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগ ১০০ কিলোমিটার পথযাত্রা টার্গেট নেওয়া হয়। শুক্রবার দিনটি ছিল পদ যাত্রার সপ্তম দিন। এই সপ্তম দিনে তাদেরকে দেওয়া ১০০ কিলোমিটার পথ অতিক্রম করার টার্গেটের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এই দিন সকালে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে কার্তিক দেবনাথের নেতৃত্বে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে। এদিন পদযাত্রাটি কল্যাণপুর থেকে শুরু করে কমলনগর, উত্তর কল্যাণপুরের তিনটি গাও সভা সহ সাত নম্বর সেক্টর তেলিয়ামুড়া, কল্যাণপুর কৃষ্ণপুর, বিধানসভা মিলিয়ে ৯৬ কিলোমিটার ভারত জুরো আন্দোলনের অংঙ্গ হিসেবে পদযাত্রাটি শেষ করা হয়। এদিন পদযাত্রায় মিছিলটিকে নেতৃত্ব দেন কার্তিক দেবনাথ। মিছিলের আগে পিছে নিরাপত্তা কর্মীরাও দীর্ঘ পথ তাদের সাথে হাঁটতে দেখা গেছে। পদযাত্রার নেতৃত্বকারী কার্তিক দেবনাথ বলেন কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ১০০ কিলোমিটার পদযাত্রা প্রায় শেষের পথে। এই পদযাত্রা করতে গিয়ে বিভিন্ন এলাকার জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন পাশাপাশি এই পদযাত্রার পদাতিক বাহিনীকে বিভিন্ন এলাকার জনগণ উৎসাহিত করেছেন যার ফলে বিগত সাতদিন ধরে পদযাত্রা করতে সক্ষম হয়েছেন। আর বাকি যেটুকু রয়েছে সেটা শনিবার দিন সমাপ্ত করা হবে। বিগত সাত দিন পদ যাত্রা করার সময় বিভিন্ন এলাকার জনগণ যেভাবে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান পাশাপাশি এও বলেন এইভাবেই যেন আগামী দিন সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে করে পদ যাত্রা শেষ অংশটা সম্পূর্ণ করতে পারেন জনগণের সাহায্য ও ভালোবাসা নিয়ে বলেন কার্তিক দেবনাথ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য