Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যত্রিপুরার মানুষের সার্বিক জীবন যাপনের মান উন্নয়ন হয়েছে- সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব...

ত্রিপুরার মানুষের সার্বিক জীবন যাপনের মান উন্নয়ন হয়েছে- সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি পারিবারিক মানুষের কাছে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা কতটুকু পৌঁছেছে সেসব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন জনপ্রতিনিধিরা। তারই পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব যান প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকার একটি বস্তিতে। কথা বলেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছেন সে বিষয়ে খোঁজখবর নেন। এদিন তিনি বলেন ডাবল ইঞ্জিনের সরকারের কাজ যেভাবে চলছে ত্রিপুরার মানুষের সার্বিক জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে। আগামী দিনে জীবন যাত্রার মান আরো উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন বিপ্লব দেব। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন এলাকার বিধায়ক রেবতী মোহন দাস, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য