Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যকাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয় এক বাইক রেলীর

কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয় এক বাইক রেলীর

শুক্রবার রাজধানীর উমানন্দ স্কুল ময়দান থেকে কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটির পক্ষ থেকে এক বাইক রেলীর আয়োজন করা হয়, এই রেলিটি রাজ্যের বিভিন্ন মহকুমা পরিক্রমা করবে এবং পুনরায় রাজ্যে ফিরে আসবে। এই দিনের রেলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি ভাবে বলেন আজকের এই রেলিটির মূল উদ্দেশ্য হলো রাজ্যের সবুজায়নকে রক্ষা করতে সকলের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়া। কেননা আমাদের রাজ্য প্রকৃতি প্রিয় রাজ্য সুতরাং প্রকৃতির যদি ভারসাম্য বজায় না থাকে তাহলে সকলের জন্য বিপদ। তাই এই প্রকৃতিকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার বার্তা পৌঁছানো হলো এই রেলিটির মূল উদ্দেশ্য। তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজ্য সরকার যেমন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে এগিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক তেমনি কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটি ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এদিনের রেলীটিতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য