২০২৩ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শক্তিশালী হচ্ছে এডিসি ক্ষমতাসীন দল তিপ্রামথা। এদিকে বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই চলছে দলবদলের পালা। কোথাও শাসক দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ আবার কোথাও বিরোধী শিবির ছেড়ে যোগ দিচ্ছেন অনেকেই শাসক দলে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে হয় একটি যোগদান পর্ব। এদিন সেখানে ২৪ টি এনজিও সহ বিভিন্ন লোকজন তিপ্রা মথায় যোগদান করেন । গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে আরো জোরদার করতেই তাদের তীব্র মথায় যোগদান ।এদিন চব্বিশটি এনজিও সহ প্রায় ৫০০ জন লোক যোগদান করেন ।তাদের স্বাগত জানান দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, রাজনৈতিক সচিব রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্যরা। তাদের যোগদানে বিধানসভা নির্বাচনে আগে পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের শক্তি আরো বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল।



