তেরো প্রতাপগড়ের ৪২ নম্বর পুর নিগমের শ্যামসুন্দর পাড়ার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে চলাচলের অনুপযুক্ত। তারই পরিপেক্ষিতে ও এলাকারবাসীর অনুরোধে আজ উক্ত এলাকা পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং এই রাস্তাটি কিভাবে ঠিক করে জনসাধারণের চলাচলের উপযুক্ত করা যায় তার ব্যবস্থা আশ্বাস দেন পুরনিগমের মেয়র। কেননা এই রাস্তাটি বিপদজনক অবস্থায় পরিণত হয়েছে এলাকার বহু মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি বর্ষাকালে অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে, তাই সেদিকে লক্ষ্য রেখে আগামী বর্ষের আগে এই রাস্তা মেরামতের আশ্বাস দেন মেয়র দীপক মজুমদার।



