বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আমার সরকারের ওয়েব পোর্টালের। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, এবং সংগঠনের কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সদস্য এবং দলীয় কর্মীদের শৃঙ্খলাবদ্ধ হতে বলেন। তাছাড়া তিনি আরো বলেন “আমি আমার রাজ্যে শান্তি চাই। গুন্ডামি দিয়ে উন্নয়ন করা যায় না। তাই আমি আপনার মধ্যেও সেই প্রশান্তি চাই”,। পাশাপাশি এই দিন “নেশা মুক্তা ত্রিপুরা একটি চ্যালেঞ্জ। রাষ্ট্রের লোকজন সারাক্ষণ নেশায় লিপ্ত থাকলে সমাজের উন্নতি হবে কীভাবে? গতকাল এয়ারপোর্ট থেকে আসছিলাম। হঠাৎ আমি একজন যুবককে দেখতে পেলাম যে নেশাগ্রস্ত হওয়ায় ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। এই অবস্থা হলে রাজ্যের উন্নতি হবে কী করে?”, প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি সরকার রাজনৈতিক রঙের ভিত্তিতে লোকেদের বৈষম্য করে না। “যদি কোনও স্কিম থাকে তবে তা অবশ্যই বঞ্চনা ছাড়াই সবাইকে দিতে হবে। সরকার কোনো দলের নয়। সরকার সবার জন্য”, বলেন জিষ্ণু দেববর্মন। “এই মুহূর্তে মোদির যুগ এবং মোদির পঞ্চায়েত ব্যবস্থা আগের মতো হওয়া উচিত নয়। পঞ্চায়েত সভার অর্থ সামোসা এবং চা বাঁচানো নয়, তবে আলোচনা হওয়া উচিত আসল সমস্যাগুলি নিয়ে এবং পঞ্চায়েত সদস্যদের জনসাধারণের সমস্যাগুলি সমাধান করতে হবে”, দেববর্মন বলেন। জিষ্ণু দেববর্মন আরও পঞ্চায়েত সদস্যদের ওয়েবসাইটটি ব্যবহার করতে এবং সেখানকার বিষয়গুলিকে প্রতিরোধ করতে বলেন।



