ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে এবং ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় কৃষি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এক প্রদর্শনী | আজাদী কা অমৃত মহোৎসব ও ভারত সরকারের গত আট বছরের সেবা সুশাসন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে উক্ত প্রদর্শনীতে | 16 নভেম্বর প্রদর্শনীটির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী | বৃহস্পতিবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় দিন | এদিন কলেজ ছাত্র-ছাত্রীদের মধ্যে আয়োজিত হয় ভারত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কুইজ প্রতিযোগিতা | প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 20জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের তরফে | প্রতিযোগিতাটি পরিচালনা করেন কৃষি মহা বিদ্যালয়ের সহকারি অধ্যাপক গন | তার আগে কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা অন্যান্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আজাদী কা অমৃত মহোৎসব ও ভারত সরকারের সেবা সুশাসন সহ বিভিন্ন প্রকল্পের উপর আয়োজিত প্রদর্শনীর বিষয়বস্তু উপস্থাপনে করেন | এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলা ও কৈলাশহরের আধিকারিক এইচ কে চ্যাং বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কর্মসূচিতে শামিল হতে হবে প্রত্যেক তবেই দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব |অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক, নৃত্য ও গান পরিবেশিত করা হয় |



