উমাকান্ত স্কুলে অনুরাগ রায় নামে এক ছাত্রের উপর শারীরিক নির্যাতনের ফলে তাকে গুরুতর আহত করে। অনুরাগ রায় এখন ত্রিপুরার বাইরে একটি হাসপাতালে ভর্তি। ওই শিক্ষকের নাম গৌতম রুদ্র পাল। শিক্ষকের শাস্তি চেয়ে NSUI উমাকানাটা স্কুলের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে। কর্তৃপক্ষ অবশ্য NSUI সদস্যদের আশ্বস্ত করেছে যে গৌতম রুদ্র পালের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।



