বুধবার আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুরের জোড়া পুকুর পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখুমুখি হয়ে বলেন ২১ নং ওয়ার্ড এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি জোরা পুকুর যেন পুনরায় ব্যবহার যোগ্য হয়, তার উপর ভিত্তি করেই এই পুকুরের সংস্কারের কাজ কিছুদিনের ভিতরেই শুরু করা হবে বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন গত ১০ বছরে বামফ্রন্টের পুর নিগম যে টাকা খরচ করেনি ১০ মাসেই সেই টাকা খরচ করেছে বিজেপি পরিচালিত পুর নিগম। টাকার কোন অভাব নেই সময় দিতে হবে তাহলে আগরতলার উন্নয়ন চোখে পড়বে বলে জানিয়েছেন তিনি।



