Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর রাজপথে তৃণমূল কংগ্রেসের শক্তির মহড়া

রাজধানীর রাজপথে তৃণমূল কংগ্রেসের শক্তির মহড়া

বিরোধী বামফ্রন্ট, এডিসির শাসক তিপ্রামথার পর এবার রাজধানীতে নিজেদের শক্তির মহড়া প্রদর্শন করল রাজ্য তৃণমূল কংগ্রেস। সোমবার রাজধানীর রাজপথে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচীতে যোগ দিতে পশ্চিমবাংলা থেকে উড়ে আসেন পশ্চিমবাংলার তৃণমূলের দুই সাংসদ। এদিনের মহামিছিলটি শুরু হয় গান্ধীঘাটের সামনে থেকে। এদিনের মিছিলটি ফ্ল্যাক্স- পতাকায় সু- সজ্জিত মিছিল বিভিন্ন রাজপথে সাড়া ফেলে রবীন্দ্র ভবনের সামনে জনসভায় মিলিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বিজেপির সমালোচনা করে বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করলেই হার্মাদ বাহিনীরা বিদায় নেবে। মানুষের জীবনে সুদিন আসবে। জনসভায় সাংসদ মহুয়া মৈত্র পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের রেশন স্কিম, লক্ষ্মি ভাণ্ডার, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্প গুলি তুলে ধরে জানান কিভাবে মানুষ এর থেকে সুবিধা পাচ্ছেন। গুজরাট ও ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়েও ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরায় তৃণমূলের ইনচার্জ রাজীব ব্যানার্জিসহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য