২০২৩ বিধানসভা নির্বাচনের আগে রাজধানীতে শহরে শক্তির মহড়া তিপ্রামথা দলের। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করল এ ডি সির শাসক তিপ্রামথা। মূলত গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আন্দোলন করে আসা তিপ্রা মথা বিধানসভা নির্বাচনে লড়াই করবে। সেদিকে লক্ষ রেখে পূর্ব ঘোষণা মতো শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করলেন প্রদ্যোত কিশোর দেববর্মণের তিপ্রামথা দল। এদিন রাজ্যের বিভিন্ন জনপদ থেকে হাজার হাজার মানুষ সমাবেশে আসেন। এই সুবিশাল সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল তারকা বাইচুং ভুটিয়া, তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ, সভাপতি বিজয় কুমার রাংখল, সদ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া মেবার কুমার জমাতিয়া, এ ডি সির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, এ ডি সির সি ই এম পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যরা। বিশাল সমাবেশে দাঁড়িয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ধর্মের নামে ভোট চান না। তাঁর অভিযোগ তিপ্রাসারা বঞ্চিত। তাদের অধিকারের জন্য লড়াই করবেন। তিনি বর্তমান বিজেপি জোট সরকারের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে। এই সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ প্রদ্যোতের। তিনি জনজাতিদের প্রতিশ্রুতি দেন ২০২৩ এ তিপ্রা মথা ক্ষমতায় এলে সকলকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করবেন। তাই মহকুমা শাসক অফিসে আবেদন করে রাখার আহ্বান জানান।



