মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে রাজ্যের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকদের সাথে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত এই সভায় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেন। পর্যালোচনা সভার পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করছে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। কিন্তু তা ঠিক নয়। ২০১৮ সালের পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পর্যালোচনার সময় রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকগণ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সরকার এই বিষয়গুলি বিবেচনা করবে। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে। ত্রিপুরা পুলিশকে শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই ভালো যা পর্যালোচনা সভা থেকে উঠে এসেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অপরাধজনিত ঘটনা হ্রাস পেয়েছে। বিশেষ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের সমীক্ষায় রাজ্যে অপরাধের হার দেশের মধ্যে পঞ্চম সর্বনিম্ন। এটা আরক্ষা বাহিনীর কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই রাজ্যে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সামনেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসছে। আইন-শৃঙ্খলার বিঘ্ন হলে তা বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলার অবনতি হলে উন্নয়ন ব্যাহত হবে।



