বুধবার প্রকাশিত হলো বিধানসভার ৬০ কেন্দ্রের খসড়া ভোটার তালিকা । খসড়া ভোটার তালিকা সমস্ত ভোট কেন্দ্রে ,সমস্ত তহশীল অফিস, নির্বাচক নিবন্ধন আধিকারিক এর অফিস, এবং জেলা নির্বাচন আধিকারিক এর অফিসে পরিদর্শনের জন্য পাওয়া যাবে।খসড়া ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার ২৭৩৩৮৯১ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৮০ হাজার ১৮১ জন ।মহিলা ভোটার ১৩ লাখ ৫৩ হাজার ৬৬৪ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন। ভোটার তালিকা অনুযায়ী সার্ভিস ভোটার রাজ্যে রয়েছেন ১০৩৪৯ জন ।এর মধ্যে পুরুষ ভোটার ১০১৬৫ জন ।মহিলা ভোটার ১৪৪ জন। ভোটার তালিকার ওপর দাবি ও আপত্তি দাখিল করার সময়সীমা নয় নভেম্বর বুধবার থেকে আট ডিসেম্বর ২০২২ পর্যন্ত। খসড়া ভোটার তালিকার উপর বিশেষ প্রচার অভিযান ১৯ নভেম্বর ,২০ নভেম্বর ,তিন ডিসেম্বর ও ৪ ডিসেম্বর।



